ধর্মীয় বিশ্বাস অনেক অসম্ভবকেই সম্ভব করে তোলে। সেই বিশ্বাসের উপরে ভর করেই সামান্য একটা লেবুর দাম উঠল ৩৯ হাজার টাকা।
লেবু সৌভাগ্যের প্রতীক। হিন্দু ধর্মে অন্তত সেরকমই বিশ্বাস করে থাকে। কিন্তু সেই বিশ্বাস যে সামান্য একটা লেবুর দাম কত বাড়িয়ে দিতে পারে,
তা কানে শোনার পরেও বিশ্বাস করতে চাইবেন না।
তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় একটি ধর্মীয় উৎসব চলার সময়ে প্রতিবছরের মতো এবারেও স্থানীয় মন্দিরের আরাধ্য দেবতা মুরুগার অস্ত্রের মাথায় বসানো ফলটি নিলাম করা হয়। সেই নিলামেই এবছর একটি লেবুর দাম উঠেছে ৩৯ হাজার টাকা। ১১ দিন ব্যাপী উৎসবের শেষ দিনে বালাথনদয়উপথাপনি মন্দিরের দেবতার পুজোয় ব্যবহৃত ফলটির নিলাম করা হয়। ভক্তদের বিশ্বাস, পবিত্র এই লেবু থেকেই তাদের সমৃদ্ধি এবং সন্তান লাভ হবে।
এর পরে অবশ্যই এই লেবুটিকে আর সামান্য একটা ফল বলে উপেক্ষা করা যায় না।