হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীর বাঘায় ৬০ কেজি ওজনের একটি কাঁঠাল এক হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। গত বুধবার (২৮ জুলাই) আড়ানী পৌর বাজারের তালতলায় কাঁঠালটি বিক্রি করেন এক ফল ব্যবসায়ী।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আড়ানী ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামের এক ফল ব্যবসায়ী কালুহাটি গ্রামের মজিবর রহমানের কাছে থেকে একটি কাঁঠাল এক হাজার টাকায় কেনেন। পরে ওই কাঁঠালটি তিনি আড়ানী পৌর বাজারের তালতলায় এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।
জানতে চাইলে ফল ব্যবসায়ী বলেন, ‘গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহ করে তা বাজারে বিক্রি করতে নিয়ে আসি। আমের সময়েও তাই করেছি। এখন কাঁঠালের সময়। গ্রামে গিয়ে কাঁঠাল ক্রয় করে এনে আড়ানী বাজারের বিক্রি করি। ৬০ কেজি ওজনের কাঁঠালটি পাবনার চাটমোহরের আরেক কাঁঠাল ব্যাপারী কাছে বিক্রি করে।’