ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

২০ টাকা কেজি ল্যাংড়া, ৫০ কেজিতে মণ!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • ১৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফলের রাজা আম, আ’মের রাজা ল্যাংড়া। গত তিন বছরে ল্যাংড়ার দাম ছিল ৪৫-৫৫ টাকা কেজি পর্যন্ত।কিন্তু চলতি মৌসুমে একই আ’মের দাম ২০ টাকা কেজি দরে ‘বিক্রি করছেন খুচরা পাইকারি ‘বিক্রেতারা। এর পরও ৫০ কেজিতে মণ না দিলে আম নিতে চান না আড়তদাররা!
বৃহস্পতিবার (২৪ জুন) দেশের বৃ’হত্তম কানসাট আম বাজারে গিয়ে এমনই চিত্র দেখা যায়।খুচরা পাইকারি আম ‘বিক্রেতা শামসুল আলম বাংলানিউজকে বলেন, আ’মের মৌসুমের প্রথমেই যদি বাগানটা ‘বিক্রি করতাম, তবে কিছু হলেও পুঁজি থাকতো। বিপাকে পড়েই কেজি দরে আম ‘বিক্রি করতে হচ্ছে। বাগানে খরচ করার টাকাগু’লো উঠানো তো দূরের কথা, যাতায়াত খরচ উঠবে কি-না স’ন্দে’হ। গত বছর ৪৫ কেজিতে মণ ধরে ল্যাংড়া ‘বিক্রি করেছি সর্বনিম্ন ৪৩-৪৫ টাকা কেজি দরে। কিন্তু এবার এই আ’মের দাম প্রায় অর্ধেকে নেমেছে। ল্যাংড়া ৫০ কেজিতে মণ ধরে ২০ টাকা কেজি দরে ‘বিক্রি করতে হচ্ছে।অ’পরদিকে, চতরার আম বাগান মালিক মোজতাবা আলম বাদল বাংলানিউজকে বলেন, এ বছর বাগান ক্রয়-‘বিক্রয়ে তেমন সাড়া না পেয়ে বুধবার (২৩ জুন) আমা’র বাগানের ল্যাংড়া আম মাত্র ৬০০ টাকা মণ দরে ‘বিক্রি করেছি। শুধু তাই নয়, আড়তগু’লো এবার ৫০ কেজিতে মণ ধরে আম কেনায় এবং হাটের খাজনা ও ভ্যানভাড়া ধরে কিছুই থাকলো না। আর বাগান পরিচর্যা খরচ তো লোকসান রয়েছেই।আম ব্যবসায়ী জাকির হোসেন বাংলানিউজকে বলেন, এ বছর আ’মের দর নিয়ে জে’লার সব ব্যবসায়ী ও চাষিরা ‘হতাশ। করো’’নার সংক্রমণ বিস্তার রোধে দেশজুড়ে বিধি-নিষে’ধ আর জে’লা ভিত্তিক লকডাউনের কারণেই আ’মের বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটা চলতে থাকলে আম চাষে নিরুৎসাহিত হবেন বাগান মালিকরা।এদিকে, কানসাটের বাজারগু’লোতে ক্ষিরসা’পাত (হিমসাগর) আ’মের মণ ১৫০০-১৫৫০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে আমটির কেজি মাত্র ৩০ টাকা। আম্রপালির মণ ২০০০-২১০০ টাকা, খুচরা বাজারে কেজি প্রায় ৪০ টাকা। লখনার (লক্ষণভোগ) মণ ৯০০-১০০০ টাকা, খুচরা বাজারে কেজি দরে ‘বিক্রি হচ্ছে ১৫-১৮ টাকায়। বোম্বাই আ’মের মণ ১১০০ টাকা, বাজারে ‘বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। ফজলির মণও ১১০০-১২০০ টাকা, খুচরা বাজারে কেজি ২০-২৫ টাকায় দরে ‘বিক্রি হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

২০ টাকা কেজি ল্যাংড়া, ৫০ কেজিতে মণ!

আপডেট টাইম : ০৮:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১

হাওর বার্তা ডেস্কঃ ফলের রাজা আম, আ’মের রাজা ল্যাংড়া। গত তিন বছরে ল্যাংড়ার দাম ছিল ৪৫-৫৫ টাকা কেজি পর্যন্ত।কিন্তু চলতি মৌসুমে একই আ’মের দাম ২০ টাকা কেজি দরে ‘বিক্রি করছেন খুচরা পাইকারি ‘বিক্রেতারা। এর পরও ৫০ কেজিতে মণ না দিলে আম নিতে চান না আড়তদাররা!
বৃহস্পতিবার (২৪ জুন) দেশের বৃ’হত্তম কানসাট আম বাজারে গিয়ে এমনই চিত্র দেখা যায়।খুচরা পাইকারি আম ‘বিক্রেতা শামসুল আলম বাংলানিউজকে বলেন, আ’মের মৌসুমের প্রথমেই যদি বাগানটা ‘বিক্রি করতাম, তবে কিছু হলেও পুঁজি থাকতো। বিপাকে পড়েই কেজি দরে আম ‘বিক্রি করতে হচ্ছে। বাগানে খরচ করার টাকাগু’লো উঠানো তো দূরের কথা, যাতায়াত খরচ উঠবে কি-না স’ন্দে’হ। গত বছর ৪৫ কেজিতে মণ ধরে ল্যাংড়া ‘বিক্রি করেছি সর্বনিম্ন ৪৩-৪৫ টাকা কেজি দরে। কিন্তু এবার এই আ’মের দাম প্রায় অর্ধেকে নেমেছে। ল্যাংড়া ৫০ কেজিতে মণ ধরে ২০ টাকা কেজি দরে ‘বিক্রি করতে হচ্ছে।অ’পরদিকে, চতরার আম বাগান মালিক মোজতাবা আলম বাদল বাংলানিউজকে বলেন, এ বছর বাগান ক্রয়-‘বিক্রয়ে তেমন সাড়া না পেয়ে বুধবার (২৩ জুন) আমা’র বাগানের ল্যাংড়া আম মাত্র ৬০০ টাকা মণ দরে ‘বিক্রি করেছি। শুধু তাই নয়, আড়তগু’লো এবার ৫০ কেজিতে মণ ধরে আম কেনায় এবং হাটের খাজনা ও ভ্যানভাড়া ধরে কিছুই থাকলো না। আর বাগান পরিচর্যা খরচ তো লোকসান রয়েছেই।আম ব্যবসায়ী জাকির হোসেন বাংলানিউজকে বলেন, এ বছর আ’মের দর নিয়ে জে’লার সব ব্যবসায়ী ও চাষিরা ‘হতাশ। করো’’নার সংক্রমণ বিস্তার রোধে দেশজুড়ে বিধি-নিষে’ধ আর জে’লা ভিত্তিক লকডাউনের কারণেই আ’মের বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটা চলতে থাকলে আম চাষে নিরুৎসাহিত হবেন বাগান মালিকরা।এদিকে, কানসাটের বাজারগু’লোতে ক্ষিরসা’পাত (হিমসাগর) আ’মের মণ ১৫০০-১৫৫০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে আমটির কেজি মাত্র ৩০ টাকা। আম্রপালির মণ ২০০০-২১০০ টাকা, খুচরা বাজারে কেজি প্রায় ৪০ টাকা। লখনার (লক্ষণভোগ) মণ ৯০০-১০০০ টাকা, খুচরা বাজারে কেজি দরে ‘বিক্রি হচ্ছে ১৫-১৮ টাকায়। বোম্বাই আ’মের মণ ১১০০ টাকা, বাজারে ‘বিক্রি হচ্ছে ২২ টাকা কেজি দরে। ফজলির মণও ১১০০-১২০০ টাকা, খুচরা বাজারে কেজি ২০-২৫ টাকায় দরে ‘বিক্রি হচ্ছে।