শ্রীলংকাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত।
সন্ধ্যায় মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে লংকানদের ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটে একশ রানের ভিতরেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় লংকানদের। তবে শেষ পর্যন্ত চামারা কাপুগেদারা ৩০, মিলিন্দা সিরিভারদানের ২২, তিলকারত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ১৮ ও থিসেরা পেরেরার ১৭ রানের ইনিংসগুলো লংকানদের সম্মানজনক স্কোর গড়তে সহায়তা করে।
ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডে ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।
ভারতের তুলনায় সাঙ্গাকারা ও জয়বর্ধানেহীন লংকানরা এবার অনেক দুর্বল। আগের পরিসংখ্যানেও তারা পিছিয়ে। শ্রীলংকার বিপক্ষে ভারত এ পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। আর এতে ৫টিতেই জয় পেয়েছেন ধোনিরা। আর ৪টিতে জিতেছে ম্যাথিউসরা। তবে অনিশ্চয়তার খেলা টি২০ তে এক-দুই ওভারেই বদলে যেতে পারে ম্যাচের চেহারা।