ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদী ভাঙ্গনের সমস্যা নিরসন হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষেই ।ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গনের সমস্যা থাকবেনা। শুক্রবার সকালে গলাচিপা লঞ্চঘাট পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন। তিনি আরও বলেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই দেশের উন্নয়ন হয়। কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে পারবেনা।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মু.আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা টিটো, উপজেলা চেয়ারম্যান মোহম্মদ শাহিন প্রমুখ। এরপর প্রতিমন্ত্রী কোষ্ট গার্ডের নৌযান যোগে উপজেলার বোয়ালিয় স্লুইজগেট স্পীডবোড ঘাট, পানপাট্টি লঞ্চঘাট, বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর