প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাজনীতিবিদদের উদ্দেশে বলেছেন, বিচার বিভাগ সরকারের কোনো অংশ নয়, বিচার বিভাগ রাষ্ট্রের অঙ্গ। দেশের সংবিধান মানতে হলে বিচার বিভাগকে মানতে হবে।
সোমবার মির্জা ফখরুলের জামিন ও বিচার বিভাগ নিয়ে করা তার মন্তব্যের ব্যাখ্যা সংক্রান্ত বিষয়ে শুনানিকালে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
বিচার বিভাগের ওপর মানুষের আস্থা নষ্ট হয় এমন কথা বলা থেকে বিরত থাকতে প্রধান বিচারপতি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।
এর আগে সকালে বিচার বিভাগ নিয়ে করা ফখরুলের মন্তব্য নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বক্তব্যের বিষয়ে তার (ফখরুল) দেওয়া হলফনামা গ্রহণ করেন আপিল বিভাগ।