নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের দুই মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে ২৯ ফেব্রুয়ারি নিধঅর্রণ করা হয়েছে। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে অসুস্থতার কারণে আদালতে হাজির না করায় সাক্ষ্যগ্রহণের দিন পেছানো হয়।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ এনায়েত হোসেন সাক্ষ্য শুরুর জন্য ২৯ ফেব্রুয়ারি নতুন এ দিন ধার্য করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে অন্য আসামিরা উপস্থিত থাকলেও সাবেক সেনা কর্মকর্তা তারেক সাঈদকে অসুস্থতার কারণে হাজির করা হয়নি।
আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যা মামলার বাদী বিজয় কুমার পাল এদিন আদালতে উপস্থিত থাকলেও অন্য মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি আদালতে আসেননি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এ দুই মামলায় নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করে দিয়েছিল আদালত।