জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার মত আরো স্বৈরাচার জন্ম নিলে অনেক উন্নত হতে পারতো বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নিজের (এরশাদ) আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবন, আমার কর্ম’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, আমার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনারা অনেকেই এসেছেন। এর মধ্যে প্রতিটি কথা সত্য কথা। কীভাবে আমি স্বৈরাচার হলাম। কেন স্বৈরাচার হলাম। কেন এখনো বলি, আমার মত আরো স্বৈরাচার যদি জন্মগ্রহণ করতো অনেক উন্নত দেশ হতে পারতো বাংলাদেশ।
বইটির মোড়ক উন্মোচন করেন সমাজবিজ্ঞানী, লেখক, সাবেক মন্ত্রী ড. মীজানুর রহমান শেলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব মোকাম্মেল হক, মফিজুল ইসলাম, ছড়াকার রফিকুল হক দাদু ভাই এবং জীবনীকার হুসেইন মুহম্মদ এরশাদ।
জানা গেছে, এরশাদের এ আত্মজীবনীতে
তার শৈশব, কৈশোর, কর্মজীবন, মুক্তিযুদ্ধ চলাকালে কোন প্রেক্ষাপটে এবং কেন পাকিস্তানে অবস্থান করতে হয়েছিল, স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তি পেয়ে দেশে ফিরে আসা, কীভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসা, কীভাবে বঙ্গবন্ধু তাকে সেনাবাহিনীতে পদোন্নতি দিয়েছিলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সেনাবাহিনীতে জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল, বঙ্গবন্ধু হত্যার সময় জিয়াউর রহমানের ভূমিকা কী ছিল, কর্নেল তাহের হত্যা ও জিয়ার সম্পৃক্ততা এবং ৯ বছর রাষ্ট্রক্ষমতা, বিরোধী রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে ক্ষমতা ছেড়ে দেয়া, বিয়ে, জেল জীবনসহ নানা বিষয় আত্মজীবনীতে স্থান পেয়েছে।
অবশ্য নেই জিনাত মোশাররফ, বিদিশা তার বান্ধবীদের কোনো বিষয়।
প্রায় এক হাজার পাতার এ বইয়ের মধ্যে ৮৮০ পাতায় লেখা এবং ১০৪ পাতা ছবিতে পরিপূর্ণ। বইটির মূল্য ধরা হয়েছে ১২ টাকা। আকাশ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হচ্ছে।