কানাডার ফেডারেল নির্বাচনে আবারও মনোনয়ন পেলেন আফরোজা

হাওর বার্তা ডেস্কঃ কানাডার আগামী কেন্দ্রীয় সরকার নির্বাচনে ওশোয়া আসনে আবারও মনোনয়ন পেলেন বাংলাদেশি-কানাডিয়ান আফরোজা হোসেন। ইউআইটি থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী আফরোজা এপিলেপ্সি টরন্টোর ম্যানেজার হিসেবে কাজ করেছেন। কানাডিয়ান স্পেস সোসাইটির তিনি ট্রেজারারও।

আফরোজা ইত্তেফাককে বলেন, ‘আমি এবারও লিবারেল থেকে মনোনয়ন পেয়েছি। আমিই একমাত্র এবং প্রথম বাংলাদেশি, যিনি বিগত ২০১৯ সালের ফেডারেল নির্বাচনে সরকারি দল লিবারেল পার্টির নমিনেশন পেয়েছিলাম। গত দুই বছরে আমি অনেক বেশি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। এলাকার জনগণের সাথে কোভিডসহ সামাজিক কাজে নানাভাবে এখনো জড়িত।’

উল্লেখ্য, গত ফেডারেল নির্বাচনে আফরোজা ২৫.৪ ভাগ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। উক্ত আসনে কনজারভেটিভ পার্টির ড ক্লিন কেরি ৩৮.৯ ভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

এদিনে ওন্টারি প্রদেশের প্রাদেশিক নির্বাচনে রাজধানী অটোয়ার পার্শ্ববর্তী নেপান আসন থেকে লিবারেল পার্টি থেকে বংশোদ্ভূত শাহ বাহাউদ্দিন মনোনয়ন পেয়েও এক সপ্তাহ পর তিনি তা প্রত্যাহার করে নেন।

বর্তমানে ডলি বেগম ওন্টারিও পার্লামেন্টে একমাত্র বংশোদ্ভূত এনডিপির সাংসদ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর