মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্থ সাইফুল ইসলাম জানান, গোয়ালঘরে থাকা গরুর জন্য খড় এবং ধানের ভুষি দিয়ে মশা তাড়ানোর জন্য ধোঁয়ার ব্যবস্থা করা হয়। রাত সাড়ে ১১টার হঠাৎ করে গোয়াল ঘরে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে দুইটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় দুইটি গরু আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরো তিনটি গরু অগ্নিদগ্ধ হয়েছে। মারা দুইটি গরুর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে বলেও জানায় মালিকপক্ষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তাদেরকে সহযোগিতা করা হবে।