বিজয় দাস নেত্রকোনাঃ নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বারহাট্টা উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে স্থানীয় উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি গোলাম মোরশেদ এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মো. শেখ ফরিদ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাইনুল হক কাসেম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মৃনাল কান্তি জোয়ারদার টুপুর, বারহাট্টা কলেজের প্রভাষক আমিনুল ইসলাম খান রিজভী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমদ বাবুল ও সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম আজাদ বকুলসহ আরো অনেকে।