নাটোরে মহান ভাষা আন্দোলনের মাসে শহরের বিভিন্ন এলাকায় ইংরেজীতে লেখা বিলবোর্ড লাগানো হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে হঠাৎ করেই ভাষার মাসের শুরুতে নাটোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রঙ্গিন ছবি সম্বলিত এইসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রতিটি বিলবোর্ডের নিচে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুলের নাম ব্যবহার করা হয়েছে।
এসব বিলবোর্ডে ইংরেজী অক্ষরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা হয়েছে। জাতির জনকের নামের আগে কোথাও ‘বঙ্গবন্ধু’ শব্দটি লেখা হয়নি। এমনকি জাতির জনকের পরিচিতি হিসেবে বোর্ডে ইংরেজীতে ‘ফাদার অব দ্য নেশন’ না লিখে ভূলভাবে সেখানে ‘দ্য ফাদার অব নেশন’ লেখা হয়েছে। ভাষার মাসে ইংজেীতে লেখা সরকারী দলের পক্ষে লাগানো এসব রঙ্গিন বিলবোর্ড দেখে সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা এতে বিব্রতবোধ করলেও কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।
এ ব্যাপারে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এসব বিলবোর্ডের সংস্কৃতিতে বিশ্বাসী নই। যারা এসব করেছে তাদের কাছেই জানতে চান এই ভাষার মাসে কেনো ইংরেজীতে লেখা বিলবোর্ড লাগালেন। আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হলেও এ ব্যাপারে আমাকে কোন কিছুই জানানো হয়নি।