রাজধানীর বাড্ডা ও মুগদা থানায় দায়ের করা নাশকতার ২ মামলায় উচ্চ আদালতে থেকে ৬ মাসের জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
মঙ্গলবার এমকে আনোয়ারের আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিবিশন বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে এমকে আনোয়ারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সগীর হোসেন।
এমকে আনোয়ারের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২১টি মামলা দায়ের করা হয়। বর্তমানে বিএনপির এ সিনিয়র মেডিকেলে চিকিৎসাধীন।