বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবেলা করার জন্য যত ধরনের আইনি পদক্ষেপ রয়েছে তা তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বুধবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আদালতে হাজির হবার যে সমন জারি করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত আছেন। আদালতে সমন দেয়ার উদ্দেশ্য হলো- তাকে মামলা বিষয়ে অবগত করা। সমন গ্রহণ না করায় তা তার বাসভবনে টাঙ্গিয়ে দেয়া হয়েছে, এটা কি বিধানে আছে?’
খন্দকার মাহবুব বলেন, ‘খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইনগত ভাবে মামলা মোকাবেলা করবেন। আমরা মনেকরি. এ মামলা রাষ্ট্রদ্রোহের কোনো উপাদান নেই। সরকারই বিষয়টি নিয়ে রাজনীতি করছে।’