নতুন নতুন করদাতা খুঁজতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে কোটিপতি বাড়ছে তাই নতুন নতুন করদাতা খুঁজতে হবে। এখন ইউনিয়ন পর্যায়েও অনেক কোটিপতি পাবেন। পত্রিকায় দেখেছি ১ লাখের উপরে কোটিপতি আছেন যারা এখনো ট্যাক্স দেয় না তাদের করের আওতায় নিয়ে আসবে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে আন্তর্জাতিক কাস্টমস দিবস-১৬ উপলক্ষে এক সেমিনার তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমমেদ বলেন, আমাদের অনেক প্রতিবেশি দেশের চেয়ে আমাদের রাজস্ব প্রবৃদ্ধি অনেক কম। তাই রাজস্ব বাড়াতে হবে। তবে রাজস্ব আহরনের নামে সাধারণ মানুষ যেন দুর্ভোগে না পড়ে সেদিকে নজর দিতে এনবিআরকে।

তিনি বলেন, যারা কর দেয় তাদের উপরই যেন কর চাপিয়ে দেয়া না হয়। করদাতারা যেন সহজেই ট্যাক্স দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমাদের রাজস্ব আহরণ বাড়তে আরও সচেষ্ট হতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। সেমিনারে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, এনবিআর সদস্য (শুল্ক নীতি) ফরিদ উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর