মালয়েশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি, মানুষের আন্তরিকতা আর একে অপরের পার্থক্য মেনে নেয়ার সহজাত প্রবৃত্তিগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের কন্যা ম্যারিনা মাহাথির এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যে মালয়েশিয়াতে তিনি বেড়ে উঠেছেন, ছেলেবেলার সেই মালয়েশিয়াকে খুঁজে ফিরছেন তিনি। রোববার তার ফেসবুক পাতায় ম্যারিনা লিখেছেন, মানুষ যেখানে সবসময় রূঢ় আর ক্রুদ্ধ, যেখানে আনন্দ আর সৌন্দর্যকে পাপ বলে মনে করা হয়, সে দেশে বাস করাটা কষ্টকর। মালয়েশিয়াকে তিনি এমন একটি দেশ হিসেবে বর্ণনা করেন যেখানে কে কি পরিধান করলো, তা নিয়ে মানুষ কটাক্ষ করে না, কিংবা আপনি আলাদা বলে আপনাকে দেশদ্রোহী বলে না, অথবা যেখানে বিভিন্ন মানুষের জন্য থাকে ভিন্ন আইন। ম্যারিনা বলেন, আমি যখন নিজের বাড়িতে আছি তখনও আমি সেই আগের মালয়েশিয়াকে খুঁজছি। ভাবুন যদি অন্য কোথাও গিয়ে থাকতে হতো। এরপরই তিনি আবার আশ্বস্ত করেছেন নিজের দেশ ছেড়ে কোথাও যাওয়ার অভিপ্রায় তার নেই। তিনি বলেন, যেখানে মানুষের হাত কেটে ফেলা, পাথর বর্ষণ করে হত্যা করাটাকে স্বাভাবিক মনে করা হয়, তেমন কোন দেশেও আমি থাকতে চাই না। যেমন সৌদি আরব, আফগানিস্তান বা সিরিয়া। তিনি আরও বলেন, আমি মনে করি মালয়েশিয়া নামের এই ছত্রছায়ার নিচে, আমাদের সব ধরণের মানুষ আছেন। গায়ের রং, ধর্ম, উৎস বা তাদের অন্য কিছু মানুষের দৃষ্টিতে পার্থক্য করার মতো হোক না কেন- এ সব কিছু নির্বিশেষে এদের প্রত্যেকে একে অপরের সমান। এটা যদি কিছু মানুষের কাছে দুঃসংবাদ হয় তাহলে আমি ব্যাথিত।
সংবাদ শিরোনাম
সেই মালয়েশিয়া খুঁজছেন মাহাথির কন্যা
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫
- ৩৪৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ