দেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সবচেয়ে বড় চট্টগ্রামে নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার প্রতিকৃতিটির উদ্বোধন করবেন। ৪৭ ফুট উচুঁ এবং ৩৩ ফুট প্রস্থের বিশাল ক্যানভাসে এ তিনটি প্রতিকৃতি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি টাকা। নগরীর কুয়াইশ সংযোগ সড়কের তিন দিক থেকেই দেখা যায় প্রতিকৃতিটি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অর্থায়নে নির্মিত হয়েছে দৃষ্টি নন্দন এ প্রতিকৃতি। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, স্বাধীনতার পর চট্টগ্রামে বঙ্গবন্ধুর নামে কিছুই হয়নি। এটিই প্রথম স্থাপনা। এ ছাড়া বঙ্গবন্ধুর নামে একটি সড়কও নির্মাণ করা হয়েছে যার নাম দেয়া হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
প্রতিকৃতি নির্মাণকারী প্রতিষ্ঠান জেবি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ জাবেদ হোসাইন বলেন, আমাদের কাজ শেষ। উদ্বোধন করার জন্য আমরা ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি।