১ ফেব্রুয়ারি ঢাকা-দিল্লী সচিব পর্যায়ের বৈঠক

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারিত করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ আজ এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, তবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তা এখনই বলা সম্ভব নয়। বৈঠকের পর বিস্তারিতভাবে জানানো হবে।

আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক নয়াদিল্লীতে আসবেন এবং ১ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব জয়শংকরের সাথে তার বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে সাক্ষাৎ করবেন।

বিকাশ স্বরুপ বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই চমৎকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর এ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এবং ভারত অত্যন্ত সফলতার সাথে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করেছে। উভয় দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র ভবিষ্যতে আরো প্রসারিত হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর