১২তম সাউথ এশিয়ান গেমস উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ সংশ্লিষ্ট ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ১২তম এসএ গেমসে অংশগ্রহণের মাধ্যমে উভয় দেশের সৌহার্দ্য ও ক্রীড়া ক্ষেত্রে সমৃদ্ধি আরো বৃদ্ধি পাবে বলে মতামত ব্যক্ত করেন। আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের আসাম রাজ্যের গৌহাটি ও শিলং শহরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর ১২তম এসএ গেমস অনুষ্ঠিত হবে। এসএ গেমসে বাংলাদেশের ৪৮১জন এথলেটস ২২টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে।
ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনার আদর্শ সাইকা, ভারত সরকারের যুব বিষয়ক আন্ডার সেক্রেটারি রাকেশ কুমার ও ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের ড. এস এম বালি।