হাওর বার্তা ডেস্কঃ আগামী একুশে বইমেলার বিষয়ে বাংলা একাডেমির কাছে ১২ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির এক সদস্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৫ অক্টোবর একুশে বইমেলার বিষয়ে বাংলা একাডেমির পরিচালকের কাছে ১২ দফা প্রস্তাব দেওয়া হয়েছে। সেসব প্রস্তাবের মধ্যে আছে—ন্যূনতম ভাড়ায় স্টল বরাদ্দ, সমিতির সদস্য ছাড়া অন্য প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ না দেওয়া, বইমেলা আয়োজন কমিটিতে প্রকাশক সমিতির সাত প্রতিনিধি রাখা, করোনা পরিস্থিতি বিবেচনায় একাধিক বড় প্রবেশ ও বের হওয়ার পথ রাখা, মেলার প্রবেশপথে খাবারের দোকান না রাখা, একইরকম সাজসজ্জার স্টল তৈরি করা, প্রতিটি স্টলের চারদিক উন্মুক্ত রাখা, নির্দিষ্ট দূরত্বে স্টল স্থাপন করা, ২০২০ সালের বইমেলায় নীতিমালা ভঙ্গকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করতে না দেওয়া প্রভৃতি।
এসব প্রস্তাবের পাশাপাশি বিদেশি বই বিক্রি বন্ধের দাবিও জানিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।