হাওর বার্তা ডেস্কঃ জামালপুরের মাদারগঞ্জের আদারভিটা বাজারের ব্যবসায়ী আবুল হোসেনের তিনটি গুদাম থেকে সাত টন সরকারি চাল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় র্যাাব সদস্যরা আবুল হোসেনের ছেলে বুলবুল ওরফে বুলুকে (৩৫) গ্রেফতার করেছেন।
চাল উদ্ধারের পর বুধবার সকালে র্যাব ১৪-এর নায়েব সুবেদার মো. আফতাব হোসেন বাদী হয়ে বুলবুলসহ পাঁচজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে আবুল হোসেন সরকারি চাল কেনাবেচার ব্যবসা করে আসছে। মঙ্গলবার সকাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির দুজন ডিলার আদারভিটা বাজার থেকে সুবিধাভোগীদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করে।
ওই দিন রাতেই গোপনসূত্রে খবর পেয়ে র্যাকব ১৪-এর একটি দল আবুল হোসেনের তিনটি গুদাম তল্লাশি করে খাদ্য অধিদফতরের লগোযুক্ত ৩০ কেজির ইনটেক ১১৭ বস্তা চাল ও ৭৪টি বড় বস্তায় ৩৭০০ কেজিসহ মোট ৭২১০ কেজি চাল জব্দ করে থানায় নিয়ে যায়।
চাল উদ্ধারের সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুর, মাদারগঞ্জ মডেল থানার এসআই সুমন চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ইউএনও আবুল মনসুর ও এসআই সুমন চক্রবর্তী যুগান্তরকে সরকারি চাল উদ্ধার ও মামলার বিষয়টি নিশ্চিত