ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিচারহীনতার সংস্কৃতি অপরাধের সাহস যোগায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬
  • ২৬১ বার

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে হবে ও আইনের শাসনকে শক্তিশালী করতে হবে। কারণ বিচারহীনতা অপরাধের সাহস যোগায়।

শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অভিষেক ও বিশেষ সম্মেলন-২০১৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সালিশ প্রশংসনীয়। কিন্তু মনে রাখতে হবে, সব অপরাধ আপসযোগ্য নয়। বিচারের কণ্ঠরোধ করা মানে অবিচারকে অব্যাহতভাবে লালন করা।

তিনি বলেন, অপরাধের কোনো বর্ণ, গোত্র নেই। এদেশে এক সময় বিচারহীনতার রেওয়াজ ছিল, যার জন্য এদেশকে অনেক মূল্য দিতে হয়েছে। আজ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আমরা দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছি।

ব্যক্তি যতোই ক্ষমতাশীল হউক না কেন, অন্যায় করার আগে তাকে অবশ্যই এর পরিণতির কথা ভাবতে হবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, আপসের নামে যেন বিচারকে বিলম্বিত করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যায়ের যেনো প্রতিকার হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি ও সংসদ সদস্য আ ম উবায়দুল মোকিতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিচারহীনতার সংস্কৃতি অপরাধের সাহস যোগায়

আপডেট টাইম : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে হবে ও আইনের শাসনকে শক্তিশালী করতে হবে। কারণ বিচারহীনতা অপরাধের সাহস যোগায়।

শুক্রবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি অভিষেক ও বিশেষ সম্মেলন-২০১৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান বিচারপতি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সালিশ প্রশংসনীয়। কিন্তু মনে রাখতে হবে, সব অপরাধ আপসযোগ্য নয়। বিচারের কণ্ঠরোধ করা মানে অবিচারকে অব্যাহতভাবে লালন করা।

তিনি বলেন, অপরাধের কোনো বর্ণ, গোত্র নেই। এদেশে এক সময় বিচারহীনতার রেওয়াজ ছিল, যার জন্য এদেশকে অনেক মূল্য দিতে হয়েছে। আজ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আমরা দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছি।

ব্যক্তি যতোই ক্ষমতাশীল হউক না কেন, অন্যায় করার আগে তাকে অবশ্যই এর পরিণতির কথা ভাবতে হবে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, আপসের নামে যেন বিচারকে বিলম্বিত করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্যায়ের যেনো প্রতিকার হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি ও সংসদ সদস্য আ ম উবায়দুল মোকিতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।