ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইজতেমাস্থল ঘিরে র‌্যাবের ৫ স্তরের নিরাপত্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬
  • ২৫০ বার

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন,‘ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব সম্প্রতি জঙ্গি হামলা নিয়ে চিন্তা-ভাবনা করছে। সবাই জঙ্গি হামলার আশঙ্কা করছে। অর্থাৎ জঙ্গি হামলার বিষয়টি কেউ উড়িয়ে দিচ্ছে না। আমরা সেই রকম প্রস্ততি নিয়ে এখানে কাজ করছি। জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই আমরা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইজতেমাস্থল ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’

শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ব ইজতেমার মাঠ সংলগ্ন মন্নুনগর এলাকায় স্থাপিত র‌্যাবের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক।

তিনি জানান, ইজতেমার ১৮টি প্রবেশ পথে এবং মেহমানখানায় সিসি টিভি আছে। ৩৮টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে। জিয়াউল আহসান বলেন, বিশ্বে ইজতেমায় যারা এসেছেন, সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে যেকোনো হামলা প্রতিরোধ করতে সক্ষম হবে।

তিনি বলেন, ২০০৫ সালের পর থেকে যেভাবে জঙ্গি হামলা শুরু হয়েছিল তা আপনাদের সকলের উদ্যোগে একত্রিত হওয়াতেই বন্ধ করা গেছে। র‌্যাব দুইটি ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছে। সমস্ত এলাকা পর্যবেক্ষণ করার জন্য আমাদের নয়টি অবজারভেশন পোস্ট রয়েছে। পর্যবেক্ষণ চকি থেকে ইজতেমার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পেলে তার প্রতিরোধ ব্যবস্থা করা হবে। রাতেও এই অবজারভেশন পোস্ট থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান অবস্থিত। এই তুরাগ নদীতে স্পিডবোটের মাধ্যমে নৌ টহল থাকছে। সার্বক্ষণিক নৌ টহল দায়িত্ব পালন করবে। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে টহলের ব্যবস্থা রয়েছে।

বিশ্ব ইজতেমার ময়দানে বিদেশিদের তাবুতে রন্ধনালায় গ্যাস সংকট দেখা দিয়েছে। ইজতেমার শুরুর দিন সকালেই গ্যাস সংকট থাকায় হাজার বিদেশি মুসল্লিদের রান্নায় বিঘিত হচ্ছে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।

বিদেশি মুসল্লিদের তাবুতে রান্নার জামাতের জিম্মাদার মো. নুরুল ইসলাম জানান, গেল দুই দিন গ্যাসের তেমন সমস্যা না হলেও শুক্রবার ইজতেমার শুরুর দিন বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ গ্যাসের চাপ একবারেই কমে গেছে। ফলে প্রায় ৪০ হাজার বিদেশি মুসল্লির খাবার আয়োজন তৈরি করতে সমস্যা হচ্ছে। এতে করে তাদের সময়মত খাবার দিতে সমস্য হবে।

তিতাস গ্যাসের টঙ্গী (জেনাল বিক্রয়) কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরেছেন। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইজতেমাস্থল ঘিরে র‌্যাবের ৫ স্তরের নিরাপত্তা

আপডেট টাইম : ০৯:২৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০১৬

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন,‘ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্ব সম্প্রতি জঙ্গি হামলা নিয়ে চিন্তা-ভাবনা করছে। সবাই জঙ্গি হামলার আশঙ্কা করছে। অর্থাৎ জঙ্গি হামলার বিষয়টি কেউ উড়িয়ে দিচ্ছে না। আমরা সেই রকম প্রস্ততি নিয়ে এখানে কাজ করছি। জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখেই আমরা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। ইজতেমাস্থল ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।’

শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ব ইজতেমার মাঠ সংলগ্ন মন্নুনগর এলাকায় স্থাপিত র‌্যাবের কন্ট্রোল রুমের সামনে এক প্রেস বিফ্রিংয়ে এসব কথা জানান র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক।

তিনি জানান, ইজতেমার ১৮টি প্রবেশ পথে এবং মেহমানখানায় সিসি টিভি আছে। ৩৮টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে। জিয়াউল আহসান বলেন, বিশ্বে ইজতেমায় যারা এসেছেন, সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে যেকোনো হামলা প্রতিরোধ করতে সক্ষম হবে।

তিনি বলেন, ২০০৫ সালের পর থেকে যেভাবে জঙ্গি হামলা শুরু হয়েছিল তা আপনাদের সকলের উদ্যোগে একত্রিত হওয়াতেই বন্ধ করা গেছে। র‌্যাব দুইটি ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করছে। সমস্ত এলাকা পর্যবেক্ষণ করার জন্য আমাদের নয়টি অবজারভেশন পোস্ট রয়েছে। পর্যবেক্ষণ চকি থেকে ইজতেমার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনার আভাস পেলে তার প্রতিরোধ ব্যবস্থা করা হবে। রাতেও এই অবজারভেশন পোস্ট থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান অবস্থিত। এই তুরাগ নদীতে স্পিডবোটের মাধ্যমে নৌ টহল থাকছে। সার্বক্ষণিক নৌ টহল দায়িত্ব পালন করবে। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে টহলের ব্যবস্থা রয়েছে।

বিশ্ব ইজতেমার ময়দানে বিদেশিদের তাবুতে রন্ধনালায় গ্যাস সংকট দেখা দিয়েছে। ইজতেমার শুরুর দিন সকালেই গ্যাস সংকট থাকায় হাজার বিদেশি মুসল্লিদের রান্নায় বিঘিত হচ্ছে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।

বিদেশি মুসল্লিদের তাবুতে রান্নার জামাতের জিম্মাদার মো. নুরুল ইসলাম জানান, গেল দুই দিন গ্যাসের তেমন সমস্যা না হলেও শুক্রবার ইজতেমার শুরুর দিন বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ গ্যাসের চাপ একবারেই কমে গেছে। ফলে প্রায় ৪০ হাজার বিদেশি মুসল্লির খাবার আয়োজন তৈরি করতে সমস্যা হচ্ছে। এতে করে তাদের সময়মত খাবার দিতে সমস্য হবে।

তিতাস গ্যাসের টঙ্গী (জেনাল বিক্রয়) কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরেছেন। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।