হাওর বার্তা ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩২৫ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ১৮২ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে। আজ শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৫৫৪ টি, যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৮২ জনের। এই ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১,৪৪২ জন। ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ২,৮০,০১৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন মৃত্যুবরন করায় মোট মৃত্যু দাঁড়াল ৫ হাজার ৩২৫ জন।