হাওর বার্তা ডেস্কঃ সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। এ দেশের নব্বই ভাগ জমি আবাদ উপযোাগী। এ দেশে তেমন কোনো শিল্পও গড়ে ওঠেনি, যার ওপর নির্ভর করা যায়। আর সে জন্যই এ দেশে বেশিরভাগ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
বাংলাদেশের মাটি খাদ্যশস্য চাষের জন্য উপযোগী। কিন্তু আমাদের দেশে কৃষি খাতে একযুগ আগের সরকার কোনো ভূমিকাই নেয়নি। আর সে জন্য এই কৃষি খাতটাই অবহেলিত হয়ে রয়েছে। কৃষক চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে।
আমাদের দেশ যেহেতু কৃষিনির্ভর; সুতরাং এ দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হলে কৃষি ছাড়া উপায় নেই। এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের কৃষি বিপ্লব ঘটাতে হবে। আর এ কৃষি বিপ্লব ঘটাতে পারলে আমরাও স্ব-মহিমায় বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।
ইউরোপীয় দেশগুলো একদিনে এত উন্নত হয়ে ওঠেনি। তারাও শিল্প বিপ্লব ঘটিয়েছিল। সে জন্যই তারা আজ শিল্পে সমৃদ্ধিশালী। আর সে জনই বলছি আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাই।