দেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু আত্মমর্যাদা আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর বিষয়ে কথা বলেতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু তৈরি ছিল আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা নিয়ে অনেক চক্রান্ত হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কারো কাছে হাত পেতে নয়, নিজেদের টাকায় পদ্মা সেতু করব। দেশের মানুষ এতে সাড়া দিয়েছে। আমাদের দেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু আত্মমর্যাদা আছে।’
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘গবেষণার কারণে উৎপাদন বেড়েছে, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৪ শতাংশে নামিয়ে আনা হবে।’
ছিটমহল বিনিময়ের বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বে অনেক দেশ আছে, যারা এখন যুদ্ধ করছে। কিন্তু আমরা ভারতের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে ছিটমহল বিনিময় করেছি।’