ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের মানবিক গুণে সমৃদ্ধ করেতে হবে: স্পিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬
  • ২৫৭ বার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের বিকশিত করার পাশাপাশি মানবিক গুণে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের মৌসুমী প্রতিযোগিতার পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্পিকার।

তিনি বলেন, সংবিধানে সব শিশুর সুরক্ষার কথা উল্লখ রয়েছে । বর্তমান সরকার শিশুদের নিয়ে নানা কার্যক্রম সম্পাদন করছে। শিশুদের উদ্দেশ্যে শিরীন শারমিন বলেন, তোমাদের সবাইকে আত্মবিশ্বাস নিয়ে গড়ে উঠতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণই মূল বিষয়। তাই যারা পুরস্কার পাওনি তারা মন খারাপ না করে আরও কীভাবে ভালো করা যায় সেই চেষ্টা করে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুদের ওপর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কোথাও কোনো শিশুর ওপর নির্যাতনের ঘটনা ঘটলে আপনারা আমাদের জানাবেন।

দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের পারস্পরিক সু-সম্পর্ক গড়ে তোলা, হিংসা-বিদ্বেষ পরিহার, দলগত সমঝোতা বৃদ্ধি এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে গত ১০ সেপ্টম্বর দেশব্যাপী শিশুদের নিয়ে এই মৌসুমী প্রতিযোগিতা শুরু হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ওই মন্ত্রালয়ের সচিব নাছিমা বেগম ও শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিশুদের মানবিক গুণে সমৃদ্ধ করেতে হবে: স্পিকার

আপডেট টাইম : ০৯:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে শিশুদের বিকশিত করার পাশাপাশি মানবিক গুণে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের মৌসুমী প্রতিযোগিতার পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্পিকার।

তিনি বলেন, সংবিধানে সব শিশুর সুরক্ষার কথা উল্লখ রয়েছে । বর্তমান সরকার শিশুদের নিয়ে নানা কার্যক্রম সম্পাদন করছে। শিশুদের উদ্দেশ্যে শিরীন শারমিন বলেন, তোমাদের সবাইকে আত্মবিশ্বাস নিয়ে গড়ে উঠতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণই মূল বিষয়। তাই যারা পুরস্কার পাওনি তারা মন খারাপ না করে আরও কীভাবে ভালো করা যায় সেই চেষ্টা করে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, শিশুদের ওপর নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কোথাও কোনো শিশুর ওপর নির্যাতনের ঘটনা ঘটলে আপনারা আমাদের জানাবেন।

দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের পারস্পরিক সু-সম্পর্ক গড়ে তোলা, হিংসা-বিদ্বেষ পরিহার, দলগত সমঝোতা বৃদ্ধি এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে গত ১০ সেপ্টম্বর দেশব্যাপী শিশুদের নিয়ে এই মৌসুমী প্রতিযোগিতা শুরু হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ওই মন্ত্রালয়ের সচিব নাছিমা বেগম ও শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।