রংপুরের গঙ্গাচড়ার চরাঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, বঞ্চিত হচ্ছে উন্নত স্বাস্থ্য সেবা থেকে। অসুস্থ্য রোগী বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে। উপজেলা সদর থেকে অনেকটা দূরত্ব হওয়ায় পথে দুর্ঘটনার স্বীকার হচ্ছেন রোগী। তিস্তা এলাকার চরাঞ্চল ঘুরে দেখা যায়, সরকারের ডিজিটাল সেবা থাকলেও এ এলাকার মানুষ তা থেকে বঞ্চিত। এ অঞ্চলের মানুষ বেঁচে আছে সংগ্রাম করে। চরাঞ্চলে উন্নত যোগাযোগ মাধ্যম না থাকায় এলাকার লোক প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সরেজমিনে চরাঞ্চল ঘুরে দেখা যায় এ অঞ্চলের লোকজন তাদের জীবন জীবিকা পরিচালিত করছে লড়াই করে। এখানকার জনগন উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত। বিদ্যুৎ সরবরাহ না থাকার ফলে বিভিন্ন সংস্থার মাধ্যমে অনেকে সৌরবিদ্যুৎ নিয়ে কিছুটা হলেও এ অঞ্চলে আলোর ঝলকানি দিয়েছে। মর্ণেয়া ইউনিয়নের নিলারপাড় চরের রফিকুল, আনোয়ারসহ স্থানীয়রা বলেন, আমরা অনেক কষ্টে বাপের বসতভিটায় বসবাস করছি, না পারছি এখান থেকে চলে যেতে। এখানকার মানুষের সবচেয়ে বড় কষ্ট উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকা। ফলশ্র“তিতে আমরা অসুস্থ্য রোগীনিয়ে বিভিন্ন ভাবে দুর্ঘটনার শিকার হচ্ছি। একই কথা বলেন, বিনবিনা ও চিলাখাল চরের বাসিন্দা আইয়ুব ও মঈনুল। তারা আরো বলেন, আমরা এখানে বসবাস করছি অনেকটাই নিরুপায় হয়ে। যদি কেউ গুরুতর অসুস্থ্য হয় সংকীর্ণ রাস্তার কারণে এ্যাম্বুলেন্স কিংবা অন্য কোন যানবাহন না পাওয়ায় সঠিক সময়ে হাসপাতালে পৌছতে ব্যর্থ হয়ে, কাঁধে করে নিয়েই রহনা হই। এতে করে অনেক সময় রোগী সঠিক সময়ে সঠিক চিকিৎসা পায় না। এছাড়া কাঁধে করে বহন করাতে অনেক সময় দুর্ঘটনায় পড়তে হয়। অভিজ্ঞ মহল মনে করেন, চরাঞ্চলের মানুষের জন্য আলাদা করে উন্নতমানের স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা প্রয়োজন।
সংবাদ শিরোনাম
ডিজিটাল সেবা থাকলেও এখনও কাঁধে বহন করতে হয় রোগী
- Reporter Name
- আপডেট টাইম : ০৪:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫
- ২৮৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ