কুমড়া গাছে লাউ

কুমড়া গাছে লাউ! পাঠকই লেখক ডেস্ক: ইউরোপ-আমেরিকায় উচ্চ শিক্ষা লাভ করে দেশে ফিরেছেন এক কৃষি বিশেষজ্ঞ। গ্রামে গিয়ে এক চাষীকে উপদেশ দিচ্ছিলেন – বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে শেখো। পুরনো রীতিতে চাষ করলে ফসল কিছুই বাড়বে না। তোমার ওই লাউ গাছটার দিকে তাকাও। এত রুগ্ন যে ওতে যদি পাঁচটা লাউ ধরে আমি খুবই অবাক হবো। নির্বিকার চাষী : পাঁচটা কেন? একটা লাউ ধরলেই আমি অবাক হবো আরো বেশি। কৃষি বিশেষজ্ঞ : কেন! চাষী : কারণ ওটা লাউ গাছ নয়, কুমড়ো গাছ। ///////////////////////////////// হক সাহেবের বাড়িতে বেড়াতে এসেছেন রহমান সাহেব। হক সাহেব : আসুন আসুন! এ যে দেখছি গরিবের বাড়িতে হাতির আগমন। রহমান সাহেব : তাহলে পালাই। প্রথমেই হাতি বানালেন। তারপর যদি কলাগাছ খেতে দেন, তবেই সেরেছে। ///////////////////////////////// শিক্ষক : শীতকালে পাখিরা দক্ষিণে উড়ে যায় কেন? ছাত্র : হাঁটার জন্য দক্ষিণাঞ্চল খুব দূর হয়ে যায় বলে। //////////////////////////////// ছেলে : আচ্ছা বাবা, তোমার মুখটা কেমন সেটা তো তুমি জানো। জানো না? বাবা : কেন জানবো না? অবশ্যই জানি। এটা জানতে চাইলি কেন? ছেলে : তোমার দাড়ি কামানোর আয়নাটা আমি ভেঙে ফেলেছি। ////////////////////////////// ছেলে : মা আনিসের সঙ্গে একটু খেলতে যাই? মা : না। তোমার ওই আনিসকে আমার একটুও ভালো লাগে না। ছেলে : তাহলে ওকে একটু মারধোর করে আসি?

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর