হাওর বার্তা ডেস্কঃ করোনা মোকাবিলায় রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) লকডাউন চলাকালীন সময়ে পর্যায়ক্রমে মোট ২৩ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া সরকার। নিষেধাজ্ঞা ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
এ বিষয়ে দেশটির সিনিয়র মন্ত্রী (প্রতিরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, যেসব দেশে করোনা সংক্রমণ উচ্চ ঝুঁকিতে রয়েছে সে সব দেশের নাগরিক এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না।
তবে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করতে মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক চেম্বার অফ কমার্সসহ বেশ কয়েকটি সংগঠন। তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মালয়েশিয়া।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলেছে, নিষেধাজ্ঞার পরিবর্তে সরকারের বিকল্প সমাধানের উপায় বের করা উচিত। কারণ এ পদক্ষেপ মালয়েশিয়ার অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল যেসব দেশে করোনা সংক্রমণ দেড় লাখের বেশি ছাড়িয়েছে সে সব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও যুক্তরাজ্য। এ ২৩ দেশের তালিকাটি ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।