চাকরি হবে ১০ লাখ লোকের : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির আলোকে প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে হাইটেক পার্ক প্রকল্প হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, যশোর হাইটেক পার্ক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তরুণ-তরুণীর স্বপ্ন পূরণের গন্তব্য হবে। এই হাইটেক সফটওয়ার পার্কে ১০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। চলতি বছরে যশোর হাইটেক পার্ক চালু হবে। রোববার বেলা ১১টার দিকে যশোর হাইটেক পার্কের নির্মাণাধীন ভবনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্কিল ডেভেলপমেন্ট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুনাইদ আহমেদ পলক বলেন, সফটওয়ার রপ্তানিতে আগামী তিন বছরে ৩ বিলিয়ন ডলার আয় হবে। ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি প্রকল্প এখন্আর স্বপ্ন নয়, বাস্তব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর প্রল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর সফটওয়ার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর