১ জানুয়ারি ১৯১৬ খ্রিষ্টাব্দ। নতুন বছরের প্রথম দিন। বাংলাদেশ তথা বাঙালি জাতির জীবনে ইংরেজি সালের ব্যবহারই বেশি। ফলে খ্রিষ্ট দিনপঞ্জি বা ক্যালেন্ডারকে বলা যায় আমাদের জীবনের অংশ।
কৃষিনির্ভর বাংলাদেশে ইংরেজি সালের প্রাধান্য ছিলো আগাগোড়া। আর শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে তো কথাই নেই। দেশের শিক্ষাক্ষেত্রে ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি বেশ বড়সড় একটা বারতা নিয়ে আসে। এই মাসে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শুরু হয়। ১ জানুয়ারি পালিত হয় বই উৎসব। এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে বই। নতুন বইয়ের মড়মড়ে কাগজের ঘ্রাণে শিক্ষার্থীরা হয়ে ওঠে প্রাণচঞ্চল। খুশীতে তাদের মুখমণ্ডল আলো হয়ে যায়।
শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তি ও সমৃদ্ধি কামনা করে ১ জানুয়ারি নতুন বছরকে বরণ করা হয়েছে। আজও তা অব্যাহত আছে। আমাদের স্বাধীন বাংলাদেশে বাংলা নববর্ষ উৎসবের রূপ পেলেও ইংরেজি নববর্ষ যথাযোগ্য মর্যাদায় আসীন হয়ে আছে। নতুন বছর আসুক সুখ ও শান্তি নিয়ে। বৈরিতা, হানাহানি, সহিংসতা ও জঙ্গিবাদের অবসান হোক। ২০১৬ সালে এই সোনার বাংলাদেশ সমৃদ্ধির পথে আরো একধাপ এগিয়ে যাক- এটাই আমাদের প্রত্যাশা।
নতুন বছরের প্রথম দিনে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি রইলো শুভেচ্ছা। শুভ নববর্ষ।