হাওর বার্তা ডেস্কঃ সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মেহেদী হাসান খান (২৮)।
বুধবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী পটুয়াখালী জেলার শমসের আলম খানের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় বাইপাইল থেকে মোটরসাইকেলে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন মেহেদী। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লাগে।
এতে গুরুতর আহত হলে মেহেদীকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার এসআই মহির উদ্দিন জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।