ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সারা বিশ্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
  • ৪৮৩ বার

৩১ ডিসেম্বর, দিনের শেষ সূর্য অস্তগাম হয়েছে নানা স্মৃতিকে সঙ্গে নিয়ে। পৃথিবীর মানুষ আজ বিদায় জানাল এই শতাব্দীর পঞ্চদশ বর্ষের শেষ সূর্যকে। পুরানো বছরের বিদায় জানানোর পর সারা বিশ্ব নতুন বছরের নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। পুরো একটি বছর পৃথিবী অঢেল দিয়েছে মানুষকে। আবার সহস্র স্বপ্নের সংহারও ঘটিয়েছে অবলীলায়। যেন সত্যিই অট্টবিদ্রুপে তার লীলাক্ষেত্র মুখরিত রেখেছিল ৩৬৫দিন। সে জীবনই এখানে মহিমা পেয়েছে যে জীবন বীরোচিত, যে জীবনে অধিকার করে আছে মহত্ত্ব। সবাই সে জীবন পায়নি। কেউ কেউ পেয়েছে। হাসি-কান্না, আনন্দ, প্রাপ্তি, উৎসব, উল্লাস, প্রেম-বিরহ, যুদ্ধ, সংসার, রাজনীতি-বিরাজনীতি সব কিছুর বর্ণাঢ্য সমীকরণ ছিল ২০১৫। পৃথিবী তার নিয়মে তার পরিবর্তনকে সাজিয়ে নিচ্ছে। মহাকালের অতল গহ্বরে হারিয়ে গেছে একটি বছর। মহাকালের কাছে, অবিনশ্বর সময়ের কাছে এ সময় হয়তো কিছুই নয়, কিন্তু নশ্বর মানব জীবনে ৩৬৫ দিন নিশ্চই মহামূল্যবান, মহার্ঘ্যসম। তাই সে তার বিগত সময়ের সমীকরণ টানে নানা কায়দায়। সালতামামী করে দেখতে চায় কী পেয়েছে আর কী হারিয়েছে এই এক বছরে। আর কালকেই উদিত হচ্ছে নতুন সূর্য। সে সূর্য এক অলঙ্ঘনীয় সম্ভাবনাকে বয়ে আনবে। বিবর্তন ও পরিবর্তনের মহাযজ্ঞে নতুন সূর্যই হয়ে উঠবে এই পৃথিবীর প্রকৃষ্ট স্মারক। এ প্রত্যাশাই সবার। তাই সবাই নতুন স্বপ্নকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। নতুন বছর হোক সবার জন্য কল্যাণময়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সারা বিশ্ব

আপডেট টাইম : ১১:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫

৩১ ডিসেম্বর, দিনের শেষ সূর্য অস্তগাম হয়েছে নানা স্মৃতিকে সঙ্গে নিয়ে। পৃথিবীর মানুষ আজ বিদায় জানাল এই শতাব্দীর পঞ্চদশ বর্ষের শেষ সূর্যকে। পুরানো বছরের বিদায় জানানোর পর সারা বিশ্ব নতুন বছরের নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। পুরো একটি বছর পৃথিবী অঢেল দিয়েছে মানুষকে। আবার সহস্র স্বপ্নের সংহারও ঘটিয়েছে অবলীলায়। যেন সত্যিই অট্টবিদ্রুপে তার লীলাক্ষেত্র মুখরিত রেখেছিল ৩৬৫দিন। সে জীবনই এখানে মহিমা পেয়েছে যে জীবন বীরোচিত, যে জীবনে অধিকার করে আছে মহত্ত্ব। সবাই সে জীবন পায়নি। কেউ কেউ পেয়েছে। হাসি-কান্না, আনন্দ, প্রাপ্তি, উৎসব, উল্লাস, প্রেম-বিরহ, যুদ্ধ, সংসার, রাজনীতি-বিরাজনীতি সব কিছুর বর্ণাঢ্য সমীকরণ ছিল ২০১৫। পৃথিবী তার নিয়মে তার পরিবর্তনকে সাজিয়ে নিচ্ছে। মহাকালের অতল গহ্বরে হারিয়ে গেছে একটি বছর। মহাকালের কাছে, অবিনশ্বর সময়ের কাছে এ সময় হয়তো কিছুই নয়, কিন্তু নশ্বর মানব জীবনে ৩৬৫ দিন নিশ্চই মহামূল্যবান, মহার্ঘ্যসম। তাই সে তার বিগত সময়ের সমীকরণ টানে নানা কায়দায়। সালতামামী করে দেখতে চায় কী পেয়েছে আর কী হারিয়েছে এই এক বছরে। আর কালকেই উদিত হচ্ছে নতুন সূর্য। সে সূর্য এক অলঙ্ঘনীয় সম্ভাবনাকে বয়ে আনবে। বিবর্তন ও পরিবর্তনের মহাযজ্ঞে নতুন সূর্যই হয়ে উঠবে এই পৃথিবীর প্রকৃষ্ট স্মারক। এ প্রত্যাশাই সবার। তাই সবাই নতুন স্বপ্নকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। নতুন বছর হোক সবার জন্য কল্যাণময়।