রাত পোহালেই নতুন বছর। ২০১৬-কে স্বাগত জানাতে তৈরি সবাই। বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে সারা বিশ্ব। কিন্তু ওয়ার্ল্ড টাইম জোন অনুসারে কোন দেশের ঘড়িতে আগে বাজবে রাত ১২টা? কোন দেশবাসী সবার আগে বর্ষবরণ করবেন? আর তারপর ধারাবাহিক ভাবে কোন কোন দেশে বর্ষবরণের আমেজে মেতে উঠবেন। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব দেশের তালিকা গুলো। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। ওয়ার্ল্ড টাইম জোন অনুসারে নিউজিল্যান্ডের জিএমটি হল +১৪। তাই যখন অন্যান্য দেশ নতুন বছরের অপেক্ষাতে বসে বসে সময় গুনতে ব্যস্ত থাকবে তখন নিউজিল্যান্ড নতুন বছরকে সবার আগে বরণ করে নেবে। রাশিয়ার জিএমটি হল +১২। তাই নিউজিল্যান্ডের ঠিক পরেই রাত ১২টা বাজবে রাশিয়ার ঘড়িতে। তার সঙ্গেই ‘নিউ ইয়ার’ ধ্বনিতে নতুন বছরকে বরণ করে নেবে রাশিয়াবাসী। রাশিয়ার পরে রয়েছে অস্ট্রেলিয়া। যার জিএমটি হল +১০.৩০। অস্ট্রেলিয়ার পরে জাপান। জাপানের জিএমটি হল +০৯। জাপানের ঘড়িতে রাত ১২টা বাজার কিছুক্ষণের মধ্যেই উত্তর কোরিয়া, চীন, থাইল্যান্ড, মায়ানমার ইত্যাদি দেশগুলিতেও একে একে উদযাপন করা হবে নতুন বছরকে। মায়ানমারের পরেই বর্ষবরণ করার পালা থাকে নেপালের। নেপালের জিএমটি হল ৫.৪৫। নেপালের বর্ষবরণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতে এবং তারপরই বাংলাদেশের ঘড়ির বড় এবং ছোট কাঁটা দুটিই ধীরে ধীরে ১২-র ঘরের দিকে এগিয়ে যেতে শুরু করে। তারপর রাস্তা, রেডিও, তারকা হোটেলগুলোসহ সবকিছুতেই শুরু হয় কাউন্টডাউন। তারপরেই আসে সেই সন্ধিক্ষণ, যখন সকলে একই সুরে বলে ওঠে ‘হ্যাপি নিউ ইয়ার’। বাংলাদেশের পর আফগানিস্থান, ইরান, গ্রিস, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ব্রাজিল, কানাডা, ভেনিজুয়েলা, আমেরিকাতে নিউ ইয়ার পালন করা হয়ে থাকে। সবার শেষে বর্ষবরণ করে থাকে বেকার আইল্যান্ডবাসী। সেখানকার জিএমটি হল -১২। এই ভাবেই ধীরে ধীরে নতুন একটা বছর শুরু হয় সারা বিশ্বে।
সংবাদ শিরোনাম
যে দেশে সবার আগে আসবে ২০১৬
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
- ৩৮৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ