বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নবীনগরে ৪৪তম বিজয় দিবস পালিত হচ্ছে । সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।
নবীনগর উপজেলা প্রশাসক মো: আজিজুর রহমান ও নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহাম্মেদ পি.পি.এম দিবসের প্রথম প্রহরে নবীনগর সরকারি কলেজ কেন্দ্রিয় শহিদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর স্থানিয় মুক্তিযোদ্ধ্ াসংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, উপজেলার কমিনিষ্ট পাটি,প্রেস ক্লাবর্, উপজেলা গনজাগরণ মঞ্চ,সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। পরে প্রশাসক কর্তৃক স্থানিয় সাংসদ সদস্য জনাব ফয়জুর রহমান বাদল পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্থানিয় পাইলট মডেণ উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীর চর্চা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছার দুপুর ১২টায় নবীনগরের উপজেলা পরিষদে স্থানিয় মুক্তিযোদ্ধাদের সংবধনা দেওয়া হয়েছে। এতে প্রধান আতিথি ছিলেন স্থানিয় সাংসদ ফয়জুর রহমান বাদল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শাহ্ জিকরুল আহাম্মেদ খোকন,উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক এম এ হালিম। পরে বিকেল ৪টা ৩১মিনিটে স্থানিয় প্রেস ক্লাব চত্তরে নবীনগর উপজেলা গনজাগরন মঞ্চের উদ্যেগে ও স্থানিয় সাংস্কৃতিক সংগঠনেরনেতৃবৃেন্দর সহযোগিতায় সারা দেশের সাথে মিলরেখে শত শত জনতা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।