কথা দিয়ে কথা রাখলেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্ব নতুন সীমানা স্পর্শ করেছে এবারের বিপিএলে। বিপিএল শুরুর আগে কাগজে-কলমে পিছিয়ে থাকা কুমিল্লাকে শীর্ষ শিরোপায় পৌঁছে দিলেন তিনি। বাঘের বাবা মাশরাফি। যেমনটা বলেন তেমনটাই করে দেখালেন। আজ মঙ্গলবার রাতে শেরে-বাংলায় ট্রফি উঁচিয়ে ধরবেন মাশরাফি। এবারের বিপিএল দেখেছে, দেখিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। কুমিল্লার মূল মন্ত্র ‘টিম ম্পিরিট। একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেন তিনি। ব্যর্থতা কাছে ভিড়তে পারেনি তার। টিম স্পিরিটের প্রতিফলন দেখা গেছে মাঠের পারফরম্যান্সে। সেই টিম স্পিরিট গড়ে তোলা আর যত্ন করে ধরে রাখার কাজটি করেছেন মাশরাফি। মাশরাফি সেই দূরুহ কাজটিই করেছেন প্রায় সুনিপুণভাবে। স্রেফ অধিনায়ক নয়, হয়ে উঠেছেন নেতা। অবশ্যই টিম স্পিরিট গড়ে তোলাই সবকিছু নয়, মাঠের ক্রিকেটে টেকনিক্যালি দলকে নেতৃত্ব দিয়েছেন দারুণভাবে। মাশরাফির নেতৃত্ব নিয়ে অবশ্য নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাফল্যের রেসিপি তার ভালোই জানা ছিল। বিপিএলের আগের দুই আসরেও তো তিনিই শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন দলকে। ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটকে রূপকথার সময় এনে দেয়ার মূল নায়কও তিনিই। বিপিএল দিয়ে নিজেকে দেখানোর বাকি কিছু ছিল না। মাশরাফির শ্রেষ্ঠত্ব এখানেই। মুগ্ধতার চূড়ান্ত সীমা ছুঁয়ে ফেলার পরও নতুন করে মুগ্ধতা ছড়িয়েছেন। তার গোটা ক্যারিয়ারই বিস্ময়ের প্রতিশব্দ, তারপরও নতুন করে বিস্ময় উপহার দিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগে অনাহূত এক বিতর্ক ছড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে। টিভি সাক্ষাৎকারে দলের স্বত্বাধিকারী নাফিসা কামালের এক মন্তব্যকে ঘিরে ঝড় উঠেছিল আলোচনার। মাশরাফি নিজেও বিরক্ত হয়েছিলেন, খানিকটা দমেও গিয়েছিলেন। কিন্তু শেষ দেখাটা দেখিয়েই দিলেন মাশরাফি।
সংবাদ শিরোনাম
বাঘের বাবা মাশরাফি
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
- ৩১৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ