টাঙ্গাইল জেলার ভুয়াপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল ইসলামের মনোনয়নপত্র গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিতবেঞ্চ এ আদেশ দেন। আজ আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুরু নবী বুলবুল।
আবেদনের নথি থেকে জানা যায়, ৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তাকে সকল মেয়র ও কাউন্সিলর পদ প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাচাই করে তারিকুলের মনোনয়ন পত্র বাতিল করেন।
সে আদেশের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আপিল করলে জেলা প্রশাসক তা শুনানি করে করে ১১ ডিসেম্বর জেলা প্রসাশকও তারিকুলের মনোনয়ন পত্র বাতিল করে দেন। এ আদেশের বিরুদ্ধে আজ উচ্চ আদালতে শুনানি করে আদালত তার মনোনয়েন পত্র নির্বাচন কমিশনকে গ্রহণ করতে নির্দেশ দেন।