অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ দেড় মাস বাড়ানো হয়েছে। ২০১৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত বেধে দেয়া হয়েছিল। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে তথ্য অধিদফতর। তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতাক হোসেন গণমাধ্যমকে বলেন, অনলাইন গণমাধ্যম নিবন্ধনকারীদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র যথাযথ পূরণ করে কুরিয়ার সার্ভিস, জিইপি ডাকযোগে অথবা সরাসরি তথ্য অধিদফতরে জমা দেয়া যাবে। নিবন্ধনের জন্য কোনো প্রকার অর্থ জমা দেয়ার প্রয়োজন নেই। নিবন্ধন কার্যক্রম ঢাকাসহ দেশের সব অনলাইন নিউজ প্রকাশনা, নিউজ এজেন্সি, নিউজ পোর্টাল, বাংলা ও ইংরেজি দৈনিকের অনলাইন নিউজ প্রকাশনা, অনলাইন রেডিও এবং অনলাইন টিভির ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রসঙ্গত, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫’-এর খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে গত ১ ডিসেম্বর তথ্যমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাড়াহুড়া করে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের উদ্যোগ নেয়ায় সমালোচনা করেন সম্পাদক পরিষদ ও নোয়াব (নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ) নেতারা। সে সময় তথ্য সচিব মরতুজা আহমদ অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের সময় বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
সংবাদ শিরোনাম
অনলাইন নিবন্ধনের সময় বাড়লো দেড় মাস
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০১৫
- ২৮৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ