নতুন প্রজন্মকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকে বিজয়ীদের পাশাপাশি পরাজিত শক্তি ও স্বাধীনতা বিরোধী পাকিস্তানের রাজাকার, আলবদর, আলশামসের ঘৃণিত সদস্যদের নামও থাকতে হবে’। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক শনিবার দুপুরে ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু জাদুঘরের সামনে এ কথা বলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘পৃথিবীর বুকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই লক্ষ্যে একাত্তরের পরাজিত শক্ররা ৫ জানুয়ারির পর বাংলাদেশের সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে’।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য ও সাবেক মন্ত্রী সতিশ চন্দ্র রায়, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমদ হোসেন, কবি ও সাংবাদিক জিন্নাত রহমান, অধ্যাপক অরুন কুমার গোস্বামী প্রমুখ।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ১৯টি ক্ষেত্রে রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। আগামী দিনে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে সর্বক্ষেত্রে রোল মডেল হবে এমনটিও দাবি করেন আকম মোজাম্মেল হক।