হাওর বার্তা ডেস্কঃ জামালপুরের মাদারগঞ্জে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত শাহেদ হাসান ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। উপজেলার আদারভিটা ইউপির বাজিতেরপাড়া পলিশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গুনারীতলা ইউপির কায়স্থপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শাহেদ হাসান তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যায়। বেপরোয়াভাবে চালানোয় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই শাহেদ নিহত এবং অপর দুজন গুরুতর আহত হন। আহত সোহেল রানা ও জাকিরুল ইসলামকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি মো. রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহতের কথা শুনেছি। বিস্তারিত জানতে পুলিশ পাঠানো হয়েছে।