ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গুজবে কান দেবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫
  • ৪৪৮ বার

কিছুদিন ধরেই মিডিয়ায় অনিয়মিত জনপ্রিয় মডেল-অভিনেত্রী ফারাহ রুমা। গত ছয় মাসের চোখে পড়ার মতো তেমন কোন কাজই করেননি এ অভিনেত্রী। বিজ্ঞাপন কিংবা টিভি নাটক কোনটাই ঠিকঠাক করছেন না রুমা। মিডিয়ার ব্যস্ততা কমিয়ে দিয়ে এখন পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। এদিকে গুঞ্জন উঠেছে, নিজেকে গুটিয়ে নিচ্ছেন এ পর্দাকন্যা। মিডিয়া থেকে বিদায় নেয়ার পরিকল্পনাও করছেন। অবশ্য এসব প্রশ্নের সাফ জবাব দিয়েছেন জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী। তিনি বলেন, আমার ভাল লাগা আর ভালবাসার একমাত্র জায়গা হলো মিডিয়া। এখান থেকে সরে দাঁড়ানোর কোন প্রশ্নই নেই। হ্যাঁ, এটা সত্যি বেশ কিছুদিন ধরে কাজ করছি না। বিজ্ঞাপন কিংবা নাটকে ব্যস্ততা নেই বললেই চলে। তাই বলে নিজেকে গুটিয়ে নিচ্ছি এমনটা সত্যি নয়। আর গুজবে কান দেয়াটাও ঠিক নয়। আমি পারিবারিক কারণে কিছুদিন কাজ করছি না। তবে শিগগিরই কাজে নিয়মিত হবো। ব্যক্তিগত ঝামেলা শেষ করে মিডিয়ায় ফিরছেন রুমা। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয়ের কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে রুমা বলেন, ঈদ সামনে রেখে অন্য সব শিল্পীই কাজ গুছিয়ে নিয়েছেন। আমারও কিছু নাটকে কাজ করার কথা রয়েছে। চলতি মাসের শেষ দিকে নাটকের কাজ শুরু করবো। তবে আপাতত কোন বিজ্ঞাপনে কাজ করছি না। দেড় যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় পদচারণা অভিনেত্রী ফারাহ রুমার। দীর্ঘ এ সময়ে একাধারে বিজ্ঞাপন, টিভি নাটকে নিয়মিত কাজ করে আসছেন তিনি। শুরুতে খণ্ড ও ধারাবাহিক দুই ধরনের নাটকে অভিনয় করলেও বেশ কিছুদিন ধরে ধারাবাহিক থেকে সরে এসেছেন ফারাহ রুমা। একখণ্ডের নাটকেই বেশি অভিনয় করছেন নিয়মিত। কিন্তু কেন ধারাবাহিক থেকে নিজেকে গুটিয়ে নিলেন তিনি? এমন প্রশ্নের জবাবে ফারাহ রুমা বলেন, আমি আগে কখনোই ধারাবাহিক ও খণ্ডনাটককে আলাদা করে দেখতাম না। আমার কাছে মনে হতো অভিনয়ের মাধ্যমে নিজের চরিত্রটি উপস্থাপনটাই আসল। কিন্তু ইদানীং যে ধরনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ হয় তা আমার সঙ্গে যায় না। গল্প কিংবা চরিত্র কোনটিতেই স্বস্তি পাই না। যে কারণে কেউ প্রস্তাব দিলেও সেটা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিই। অবশ্য ধারাবাহিকে যে একেবারে অভিনয় করবো না তা কিন্তু নয়। মনের মতো গল্প ও চরিত্র পেলে ঠিকই অভিনয় করবো। সেজন্য আমিও অপেক্ষায় রয়েছি। কাজের ব্যাপারে বরাবরই আন্তরিক এ অভিনেত্রী। শুধু আন্তরিক বললে ভুল হবে, সব সময় যে কাজ করবেন তাতে শতভাগ পরিপূর্ণতা থাকতে হবে। এ ব্যাপারে কোন ছাড় নেই তার কাছে। যখন যে নাটকে কিংবা
টেলিফিল্মে কাজ করবেন সেটা পরিপূর্ণ করে ছাড়বেন। পাশাপাশি কাজের ক্ষেত্রে মনোযোগটা তার কাছে বড় একটি বিষয় বলে মনে করেন ফারাহ রুমা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ফাঁকিবাজি মোটেও পছন্দ করি না। যে কাজ করব তার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে করি। অনেক সময় একটি ভাল গল্পের নাটক শিল্পীর অবহেলার কারণে নষ্ট হয়ে যায়। ফলে দর্শক সেটা দেখতে বসে টিভি সেটের সামনে থেকে উঠতে বাধ্য হয়। এটা মোটেও উচিত নয়। সামপ্রতিক সময়ে ব্যস্ততা এতটাই আঁকড়ে রেখেছে যে, নিজ অভিনীত নাটক কিংবা টেলিফিল্ম দেখার সুযোগই মেলে না। আগে একটি সময় ব্যস্ততা কম থাকায় সেই সুযোগ হতো। কিন্তু ইদানীং সময় মোটেও পান না ফারাহ রুমা। তিনি বলেন, এখন তো চ্যানেল অনেক, পাশাপাশি নাটক-টেলিফিল্মের সংখ্যাও বেশি। যে কারণে কাজের চাপ এখন একটু বেশিই যাচ্ছে। এত নাটকে কাজ করি, কোনটি কোন চ্যানেলে কোন দিন প্রচার হচ্ছে সেটাও খেয়াল রাখতে পারি না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গুজবে কান দেবেন না

আপডেট টাইম : ০৬:৩৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০১৫

কিছুদিন ধরেই মিডিয়ায় অনিয়মিত জনপ্রিয় মডেল-অভিনেত্রী ফারাহ রুমা। গত ছয় মাসের চোখে পড়ার মতো তেমন কোন কাজই করেননি এ অভিনেত্রী। বিজ্ঞাপন কিংবা টিভি নাটক কোনটাই ঠিকঠাক করছেন না রুমা। মিডিয়ার ব্যস্ততা কমিয়ে দিয়ে এখন পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি। এদিকে গুঞ্জন উঠেছে, নিজেকে গুটিয়ে নিচ্ছেন এ পর্দাকন্যা। মিডিয়া থেকে বিদায় নেয়ার পরিকল্পনাও করছেন। অবশ্য এসব প্রশ্নের সাফ জবাব দিয়েছেন জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী। তিনি বলেন, আমার ভাল লাগা আর ভালবাসার একমাত্র জায়গা হলো মিডিয়া। এখান থেকে সরে দাঁড়ানোর কোন প্রশ্নই নেই। হ্যাঁ, এটা সত্যি বেশ কিছুদিন ধরে কাজ করছি না। বিজ্ঞাপন কিংবা নাটকে ব্যস্ততা নেই বললেই চলে। তাই বলে নিজেকে গুটিয়ে নিচ্ছি এমনটা সত্যি নয়। আর গুজবে কান দেয়াটাও ঠিক নয়। আমি পারিবারিক কারণে কিছুদিন কাজ করছি না। তবে শিগগিরই কাজে নিয়মিত হবো। ব্যক্তিগত ঝামেলা শেষ করে মিডিয়ায় ফিরছেন রুমা। আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু নাটকে অভিনয়ের কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে রুমা বলেন, ঈদ সামনে রেখে অন্য সব শিল্পীই কাজ গুছিয়ে নিয়েছেন। আমারও কিছু নাটকে কাজ করার কথা রয়েছে। চলতি মাসের শেষ দিকে নাটকের কাজ শুরু করবো। তবে আপাতত কোন বিজ্ঞাপনে কাজ করছি না। দেড় যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় পদচারণা অভিনেত্রী ফারাহ রুমার। দীর্ঘ এ সময়ে একাধারে বিজ্ঞাপন, টিভি নাটকে নিয়মিত কাজ করে আসছেন তিনি। শুরুতে খণ্ড ও ধারাবাহিক দুই ধরনের নাটকে অভিনয় করলেও বেশ কিছুদিন ধরে ধারাবাহিক থেকে সরে এসেছেন ফারাহ রুমা। একখণ্ডের নাটকেই বেশি অভিনয় করছেন নিয়মিত। কিন্তু কেন ধারাবাহিক থেকে নিজেকে গুটিয়ে নিলেন তিনি? এমন প্রশ্নের জবাবে ফারাহ রুমা বলেন, আমি আগে কখনোই ধারাবাহিক ও খণ্ডনাটককে আলাদা করে দেখতাম না। আমার কাছে মনে হতো অভিনয়ের মাধ্যমে নিজের চরিত্রটি উপস্থাপনটাই আসল। কিন্তু ইদানীং যে ধরনের গল্প নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ হয় তা আমার সঙ্গে যায় না। গল্প কিংবা চরিত্র কোনটিতেই স্বস্তি পাই না। যে কারণে কেউ প্রস্তাব দিলেও সেটা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিই। অবশ্য ধারাবাহিকে যে একেবারে অভিনয় করবো না তা কিন্তু নয়। মনের মতো গল্প ও চরিত্র পেলে ঠিকই অভিনয় করবো। সেজন্য আমিও অপেক্ষায় রয়েছি। কাজের ব্যাপারে বরাবরই আন্তরিক এ অভিনেত্রী। শুধু আন্তরিক বললে ভুল হবে, সব সময় যে কাজ করবেন তাতে শতভাগ পরিপূর্ণতা থাকতে হবে। এ ব্যাপারে কোন ছাড় নেই তার কাছে। যখন যে নাটকে কিংবা
টেলিফিল্মে কাজ করবেন সেটা পরিপূর্ণ করে ছাড়বেন। পাশাপাশি কাজের ক্ষেত্রে মনোযোগটা তার কাছে বড় একটি বিষয় বলে মনে করেন ফারাহ রুমা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ফাঁকিবাজি মোটেও পছন্দ করি না। যে কাজ করব তার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে করি। অনেক সময় একটি ভাল গল্পের নাটক শিল্পীর অবহেলার কারণে নষ্ট হয়ে যায়। ফলে দর্শক সেটা দেখতে বসে টিভি সেটের সামনে থেকে উঠতে বাধ্য হয়। এটা মোটেও উচিত নয়। সামপ্রতিক সময়ে ব্যস্ততা এতটাই আঁকড়ে রেখেছে যে, নিজ অভিনীত নাটক কিংবা টেলিফিল্ম দেখার সুযোগই মেলে না। আগে একটি সময় ব্যস্ততা কম থাকায় সেই সুযোগ হতো। কিন্তু ইদানীং সময় মোটেও পান না ফারাহ রুমা। তিনি বলেন, এখন তো চ্যানেল অনেক, পাশাপাশি নাটক-টেলিফিল্মের সংখ্যাও বেশি। যে কারণে কাজের চাপ এখন একটু বেশিই যাচ্ছে। এত নাটকে কাজ করি, কোনটি কোন চ্যানেলে কোন দিন প্রচার হচ্ছে সেটাও খেয়াল রাখতে পারি না।