হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ শহরে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মতিন ইসলামের ছেলে আবির ইসলাম ওরফে আনিছ (২০) এবং মৃত আজিমের ছেলে মোশাররফ হোসেন রুবেল (২৯)।
অধিদপ্তর সূত্রে জানা যায়, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকা থেকে তিন গ্রাম হেরোইনসহ আবির ইসলাম ওরফে আনিছকে এবং উত্তর চাষাড়া নবাব সলিমুল্লাহ সড়ক থেকে চার গ্রাম হেরোইনসহ মোশাররফ হোসেন রুবেলকে আটক করে। তাদের বিরুদ্ধে সদর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।