ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যে দেশে গণপরিবহনে যাতায়াত একদম ফ্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ১৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত করলে পকেট থেকে কোনো অর্থ খরচ হবে না। একদম ফ্রিতে শহরের যেখানে খুশি যখন ইচ্ছা ভ্রমণ করতে পারবেন নাগরিকরা। এমন অভিনব ও ব্যতিক্রমী নাগরিক সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ।

শহরের জ্যাম কমাতেই সরকার এই উদ্যোগ হাতে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। ২৯ ফেব্রুয়ারি অর্থাৎ অধিবর্ষের দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে লুক্সেমবার্গের পরিবহন মন্ত্রণালয়।

এএফপি জানায়, ইউরোপের এই দেশটির জনসংখ্যা ছয় লাখের কিছু বেশি হলেও এর আয়তন অন্য কোনো দেশের জেলার সমান। মাত্র দুই হাজার ৫৮৬ বর্গকিলোমিটার। যে কারণে দেশটিতে যানজট একটি নিয়মিত সমস্যা। দিন দিন সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করছে।

এর কারণ খতিয়ে কর্তৃপক্ষ দেখেছে, লুক্সেমবার্গের বেশিরভাগই ব্যক্তিগত যানবাহনে চলাচল করেন। নাগরিকদের মধ্যে বাসে চড়ে মাত্র ৩২ শতাংশ। ট্রেনে ১৯ শতাংশ। বাকি সবাই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। এসব গাড়ি রাস্তায় বেরিয়ে পড়লে তীব্র যানজট সৃষ্টি হয়।

তাই যানজট কমাতে গণপরিবহন ব্যবহারে নাগরিকদের উৎসাহী করছে সরকার।

রাস্তায় ব্যক্তিগত গাড়ি কমানোর পদক্ষেপে বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত ব্যবস্থা একদম ফ্রি করে দিয়েছে দেশটির সরকার।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিদিন গণপরিবহনে যাতায়াত করলে নাগরিকদের ১১০ ডলার খরচ সাশ্রয় হবে।

এএফপি জানিয়েছে, বিশ্বে গণপরিবহনে নাগরিকদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেয়ার সিদ্ধান্ত লুক্সেমবার্গেই প্রথম নিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

যে দেশে গণপরিবহনে যাতায়াত একদম ফ্রি

আপডেট টাইম : ১১:২৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০

হাওর বার্তা ডেস্কঃ বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত করলে পকেট থেকে কোনো অর্থ খরচ হবে না। একদম ফ্রিতে শহরের যেখানে খুশি যখন ইচ্ছা ভ্রমণ করতে পারবেন নাগরিকরা। এমন অভিনব ও ব্যতিক্রমী নাগরিক সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ।

শহরের জ্যাম কমাতেই সরকার এই উদ্যোগ হাতে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। ২৯ ফেব্রুয়ারি অর্থাৎ অধিবর্ষের দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর করেছে লুক্সেমবার্গের পরিবহন মন্ত্রণালয়।

এএফপি জানায়, ইউরোপের এই দেশটির জনসংখ্যা ছয় লাখের কিছু বেশি হলেও এর আয়তন অন্য কোনো দেশের জেলার সমান। মাত্র দুই হাজার ৫৮৬ বর্গকিলোমিটার। যে কারণে দেশটিতে যানজট একটি নিয়মিত সমস্যা। দিন দিন সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করছে।

এর কারণ খতিয়ে কর্তৃপক্ষ দেখেছে, লুক্সেমবার্গের বেশিরভাগই ব্যক্তিগত যানবাহনে চলাচল করেন। নাগরিকদের মধ্যে বাসে চড়ে মাত্র ৩২ শতাংশ। ট্রেনে ১৯ শতাংশ। বাকি সবাই ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন। এসব গাড়ি রাস্তায় বেরিয়ে পড়লে তীব্র যানজট সৃষ্টি হয়।

তাই যানজট কমাতে গণপরিবহন ব্যবহারে নাগরিকদের উৎসাহী করছে সরকার।

রাস্তায় ব্যক্তিগত গাড়ি কমানোর পদক্ষেপে বাস, ট্রেন অর্থাৎ গণপরিবহনে যাতায়াত ব্যবস্থা একদম ফ্রি করে দিয়েছে দেশটির সরকার।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতিদিন গণপরিবহনে যাতায়াত করলে নাগরিকদের ১১০ ডলার খরচ সাশ্রয় হবে।

এএফপি জানিয়েছে, বিশ্বে গণপরিবহনে নাগরিকদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেয়ার সিদ্ধান্ত লুক্সেমবার্গেই প্রথম নিল।