হাওর বার্তা ডেস্কঃ রোমে সঞ্চারী সঙ্গীতায়ন আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বহুজাতিক সাংস্কৃতিক আমার ভাষা আমার অহংকার অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে বাঙালি ও বাংলা ভাষার ইতিহাস তুলে ধরতে এ আয়োজনের ব্যবস্থা করা হয়।
শিশু কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে ৫২ এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটকে বিদেশিদের মাঝে উপস্থাপন করা হয়। এসময় ভিন্ন ভাষা ভাষীর শিল্পীরাও বাংলা ভাষায় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মো. এরফানুল হক।
সঞ্চারী সঙ্গীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার পরিচালনায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জামান মুক্তার, দিন মোহাম্মদ, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ প্রমুখ।