হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়েছে র্যাব। সোমবার রাত সাড়ে ১২টায় ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
সরোয়ার আলম বলেন, পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চলছে। পাঁচ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। এছাড়া নগদ প্রায় ২০ কোটি টাকা পাওয়া গেছে। টাকা গণনা চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সকাল ১০টায় বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।