ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অল্প সময়ে ক্ষমতায় যাবে ২০ দলীয় জোট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫
  • ৩২৩ বার

পৌরসভায় প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মতোই কর্মকৌশল ঠিক করেছে সরকার। সেটা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভার নির্বাচন। কারচুপি হবে জেনেও আমরা নির্বাচনে অংশ নিয়েছি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মেজর হাফিজ বলেন, আপনি বঙ্গবন্ধু কন্যা ভোট কারচুপি করে দেশকে ধ্বংস করবেন না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। গণতন্ত্র অব্যাহত না থাকলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকলে আপনার প্রধানমন্ত্রিত্ব কণ্টকমুক্ত থাকবে না। সাভার, নান্দাইলসহ বেশ কয়েকটি পৌরসভায় জীবনের আশঙ্কা থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি প্রার্থী। এমন অভিযোগ করে হাফিজউদ্দিন বলেন, বিএনপির প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যেখানে সম্ভাবনা সেখানে পুলিশ মিথ্যা মামলা দিয়ে প্রার্থীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে। ক্ষমতায় যাওয়ার আশারবাণীর কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অতি অল্প সময়ের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যাবে ২০ দলীয় জোট। সেটা ভোটের মাধ্যমেই হোক আর রাজপথ আন্দোলনের মাধ্যমেই হোক। এসময় কল্যাণ পার্টির ৮ বছরের পথচলা রাজনৈতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করায় দলটির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডা. ইকবাল হাসান মাহমুদ, অ্যাডভোকেট আজাদ মাহমুদ, কাজী মাহমুদ প্রমুখ। দলের অষ্টম কাউন্সিলের মাধ্যমে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। মহাসচিব নির্বাচিত হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব এমএম আমিনুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অল্প সময়ে ক্ষমতায় যাবে ২০ দলীয় জোট

আপডেট টাইম : ১১:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০১৫

পৌরসভায় প্রহসনের নির্বাচন মঞ্চস্থ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেছেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মতোই কর্মকৌশল ঠিক করেছে সরকার। সেটা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভার নির্বাচন। কারচুপি হবে জেনেও আমরা নির্বাচনে অংশ নিয়েছি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মেজর হাফিজ বলেন, আপনি বঙ্গবন্ধু কন্যা ভোট কারচুপি করে দেশকে ধ্বংস করবেন না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। গণতন্ত্র অব্যাহত না থাকলে দেশে জঙ্গিবাদের উত্থান হয়। তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকলে আপনার প্রধানমন্ত্রিত্ব কণ্টকমুক্ত থাকবে না। সাভার, নান্দাইলসহ বেশ কয়েকটি পৌরসভায় জীবনের আশঙ্কা থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি প্রার্থী। এমন অভিযোগ করে হাফিজউদ্দিন বলেন, বিএনপির প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। যেখানে সম্ভাবনা সেখানে পুলিশ মিথ্যা মামলা দিয়ে প্রার্থীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখেছে। ক্ষমতায় যাওয়ার আশারবাণীর কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অতি অল্প সময়ের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় যাবে ২০ দলীয় জোট। সেটা ভোটের মাধ্যমেই হোক আর রাজপথ আন্দোলনের মাধ্যমেই হোক। এসময় কল্যাণ পার্টির ৮ বছরের পথচলা রাজনৈতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করায় দলটির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডা. ইকবাল হাসান মাহমুদ, অ্যাডভোকেট আজাদ মাহমুদ, কাজী মাহমুদ প্রমুখ। দলের অষ্টম কাউন্সিলের মাধ্যমে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। মহাসচিব নির্বাচিত হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব এমএম আমিনুর রহমান।