ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টাকার পাহাড় গড়েছেন সরকারের মন্ত্রী-এমপিরা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না জাতিসংঘ অধিবেশন নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন ইলিশের দাম কমছে না কেন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

নিখোঁজের ১৮ মাস পর বাড়ি ফিরেছেন সাবেক র‌্যাব কর্মকর্তা হাসিনুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ১৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নিখোঁজের ১৮ মাস পর বাড়ি ফিরেছেন সাবেক র‌্যাব কর্মকর্তা হাসিনুর রহমান। তার স্ত্রী শামীমা আখতারের উদ্ধৃতি দিয়ে পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম জানান, শনিবার মধ্যরাতে হাসিনুর বাসায় ফিরে এসেছেন।

এসআই মনিরুল জানান, হাসিনুর এতদিন কোথায় ও কীভাবে ছিলেন এবং কীভাবে বাড়ি ফিরে এলেন সে বিষয়ে তার স্ত্রী শামীমা কিছু বলতে পারেননি।

শামীমা আখতার জানান, শনিবার মধ্যরাতে হাসিনুর বাসায় আসেন। এ সময় তার চেহারা বিধ্বস্ত ছিল। দারোয়ান বাসায় খবর দিলে পরিবারের সদস্যরা হাসিনুরকে বাসায় নিয়ে আসে। তিনি জানান, হাসিনুর বেশ অসুস্থ, কিছুই বলছেন না। আগে তাকে ডাক্তার দেখানো হবে।

শামীমা আরও বলেন, ‘যে পোশাক পরে উনি ১৮ মাস আগে বের হয়েছিলেন, তার গায়ে সেই পোশাক ছিল।’ তিনি বলেন, ‘২৮ বছর নিষ্ঠার সঙ্গে আমার স্বামী সেনাবাহিনীতে কাজ করেছেন। দেশের প্রতি অবদানের জন্য তিনি বাংলাদেশ রাইফেলস পদক ও বিপিএম খেতাব পেয়েছেন। কারাভোগের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।’

হাসিনুরের পরিবারের অভিযোগ, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তিনি নিখোঁজ হন। দুটি মাইক্রোবাসে করে ১৪-১৫ জন ঘটনাস্থল থেকে হাসিনুরকে তুলে নিয়ে যায়। এ নিয়ে একই বছরের ৭ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। হাসিনুরকে উদ্ধারে তার স্ত্রী শামীমা আখতার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জানা গেছে, লে. কর্নেল পদে থাকাকালে হাসিনুর রহমান সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। এর আগে ২০০৯ সালে চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন তিনি। সে সময় তার বিরুদ্ধে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরিরের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে রাষ্ট্রদ্রোহের মামলায় চাকরিচ্যুত হয়ে কয়েক বছরের সাজা খাটেন হাসিনুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

টাকার পাহাড় গড়েছেন সরকারের মন্ত্রী-এমপিরা

নিখোঁজের ১৮ মাস পর বাড়ি ফিরেছেন সাবেক র‌্যাব কর্মকর্তা হাসিনুর রহমান

আপডেট টাইম : ০২:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০

হাওর বার্তা ডেস্কঃ নিখোঁজের ১৮ মাস পর বাড়ি ফিরেছেন সাবেক র‌্যাব কর্মকর্তা হাসিনুর রহমান। তার স্ত্রী শামীমা আখতারের উদ্ধৃতি দিয়ে পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম জানান, শনিবার মধ্যরাতে হাসিনুর বাসায় ফিরে এসেছেন।

এসআই মনিরুল জানান, হাসিনুর এতদিন কোথায় ও কীভাবে ছিলেন এবং কীভাবে বাড়ি ফিরে এলেন সে বিষয়ে তার স্ত্রী শামীমা কিছু বলতে পারেননি।

শামীমা আখতার জানান, শনিবার মধ্যরাতে হাসিনুর বাসায় আসেন। এ সময় তার চেহারা বিধ্বস্ত ছিল। দারোয়ান বাসায় খবর দিলে পরিবারের সদস্যরা হাসিনুরকে বাসায় নিয়ে আসে। তিনি জানান, হাসিনুর বেশ অসুস্থ, কিছুই বলছেন না। আগে তাকে ডাক্তার দেখানো হবে।

শামীমা আরও বলেন, ‘যে পোশাক পরে উনি ১৮ মাস আগে বের হয়েছিলেন, তার গায়ে সেই পোশাক ছিল।’ তিনি বলেন, ‘২৮ বছর নিষ্ঠার সঙ্গে আমার স্বামী সেনাবাহিনীতে কাজ করেছেন। দেশের প্রতি অবদানের জন্য তিনি বাংলাদেশ রাইফেলস পদক ও বিপিএম খেতাব পেয়েছেন। কারাভোগের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।’

হাসিনুরের পরিবারের অভিযোগ, ২০১৮ সালের ৮ আগস্ট রাতে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তিনি নিখোঁজ হন। দুটি মাইক্রোবাসে করে ১৪-১৫ জন ঘটনাস্থল থেকে হাসিনুরকে তুলে নিয়ে যায়। এ নিয়ে একই বছরের ৭ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। হাসিনুরকে উদ্ধারে তার স্ত্রী শামীমা আখতার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

জানা গেছে, লে. কর্নেল পদে থাকাকালে হাসিনুর রহমান সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। এর আগে ২০০৯ সালে চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন তিনি। সে সময় তার বিরুদ্ধে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরিরের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে রাষ্ট্রদ্রোহের মামলায় চাকরিচ্যুত হয়ে কয়েক বছরের সাজা খাটেন হাসিনুর।