ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জুনিয়র টাইগারদের জয়ে টিএসসিতে বাঁধভাঙা উচ্ছ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
  • ১৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় সারা দেশ উৎসবে মেতেছে। রোববার মধ্যরাতে শহর, গ্রামগঞ্জে লাগে উৎসবের ঢেউ। আনন্দ মিছিল, শোভাযাত্রা, স্বজন সমাবেশ ইত্যাদির মাধ্যমে টাইগারদের জয় উদযাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাবি : ভারতকে তিন উইকেটে হারিয়ে জুনিয়র টাইগারদের প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর এই জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জয় উৎসব চলে রোববার মধ্যরাত পর্যন্ত। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।এদিন দুপুর থেকেই টাইগারভক্তদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায় টিএসসি এলাকা। বাংলাদেশের জুবাদের জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন টিএসসি প্রাঙ্গণে। কেউ বাঁশি বাজিয়ে, কেউ বাইকে শোডাউন করেন বিজয় উৎসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ছাত্র মুঈন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের জয় আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য সুবার্তা বহন করে। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আহসান প্রামাণিক বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জয়ের মাধ্যমে আমাদের জুবারা প্রমাণ করেছে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এখন আর কোনো অঘটনের নাম নয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : বিশ্বকাপ ক্রিকেট জয়ের আনন্দে ভাসছে গৌরীপুর। বিজয়ের পরপরই তরুণরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ঘুমন্ত শহরকে জাগিয়ে তোলে। গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের স্বজনরা হাতেম আলী সড়ক থেকে বিশাল পতাকা নিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা বের করে। অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, যুব নেতা আবদুল্লাহ আল মামুন। আনন্দ মিছিলে অংশ নেন গৌরীপুর শারীরিক ক্রীড়াবিদ সমিতির সভাপতি আবদুল মালেক, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। ফ্রেন্ডস হাউজ-৯৬ আনন্দ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। এছাড়া শহরের ব্যবসায়ী এসএম আবদুল জলিল, হারুন অর রশিদ অংশ নেন। শহরের বিভিন্ন স্থানে চলে একের পর এক আনন্দ মিছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জুনিয়র টাইগারদের জয়ে টিএসসিতে বাঁধভাঙা উচ্ছ্বাস

আপডেট টাইম : ০৯:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০

হাওর বার্তা ডেস্কঃ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় সারা দেশ উৎসবে মেতেছে। রোববার মধ্যরাতে শহর, গ্রামগঞ্জে লাগে উৎসবের ঢেউ। আনন্দ মিছিল, শোভাযাত্রা, স্বজন সমাবেশ ইত্যাদির মাধ্যমে টাইগারদের জয় উদযাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাবি : ভারতকে তিন উইকেটে হারিয়ে জুনিয়র টাইগারদের প্রথমবারের মতো আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর এই জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জয় উৎসব চলে রোববার মধ্যরাত পর্যন্ত। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।এদিন দুপুর থেকেই টাইগারভক্তদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে যায় টিএসসি এলাকা। বাংলাদেশের জুবাদের জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন টিএসসি প্রাঙ্গণে। কেউ বাঁশি বাজিয়ে, কেউ বাইকে শোডাউন করেন বিজয় উৎসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ছাত্র মুঈন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ধরনের জয় আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য সুবার্তা বহন করে। বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আহসান প্রামাণিক বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল জয়ের মাধ্যমে আমাদের জুবারা প্রমাণ করেছে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এখন আর কোনো অঘটনের নাম নয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : বিশ্বকাপ ক্রিকেট জয়ের আনন্দে ভাসছে গৌরীপুর। বিজয়ের পরপরই তরুণরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ঘুমন্ত শহরকে জাগিয়ে তোলে। গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের স্বজনরা হাতেম আলী সড়ক থেকে বিশাল পতাকা নিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা বের করে। অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, যুব নেতা আবদুল্লাহ আল মামুন। আনন্দ মিছিলে অংশ নেন গৌরীপুর শারীরিক ক্রীড়াবিদ সমিতির সভাপতি আবদুল মালেক, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু। ফ্রেন্ডস হাউজ-৯৬ আনন্দ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। এছাড়া শহরের ব্যবসায়ী এসএম আবদুল জলিল, হারুন অর রশিদ অংশ নেন। শহরের বিভিন্ন স্থানে চলে একের পর এক আনন্দ মিছিল।