ইতিহাস গড়তে আজ মাঠে নামছে যুব টাইগাররা

হাওর বার্তা ডেস্কঃ ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। যুব বিশ্বকাপে এর আগে কখনও ফাইনালে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। আজকের সেমিফাইনালে জিততে পারলেই ইতিহাস গড়বে যুবারা।

যুব বিশ্বকাপের সেমিফাইনালে আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

কিউইদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী বলেন, দেখুন আমরা যদি আমাদের প্রস্তুতির কথা বলি আমি বলবো যে আমরা মানসিক ও স্কিল দুটো সাইড থেকেই ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের। এখন শুধু মাঠে প্রয়োগ করার পালা সেটা করতে পারলেই আমার মনে হয় রেজাল্ট ইনশাল্লাহ আমাদের দিকে আসবে।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলেই এত দূর এসেছে। আশা করি আমরা আমাদের যে প্ল্যান আছে সে অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু হবে। তাদেরকে যতটা কম রানের মধ্যে আঁটকে রাখার চেষ্টা করতে হবে। তাদের ব্যাটিং অর্ডারে লোয়ারে ভালো ব্যাটসম্যান আছে, তাদের লাইন আপ বেশ লম্বা, আশা করি আমদের বোলাররা ভালো করতে পারবে।

এর আগে ঘরের মাঠে ২০১৬ সালে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল খেলে ছিল প্রথম সেমিফাইনাল।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর